Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে কামরান-আরিফ নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন কাল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১০:১৮ পিএম | আপডেট : ১০:১৯ পিএম, ৯ জুলাই, ২০১৮

একদিনে উদ্বোধন হতে যাচ্ছে সিলেট সিটি নির্বাচনের মেয়র পদে দুই আলোচিত প্রার্থীর। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হবে বাদ আসর সিলেট নগরীর মির্জা জাঙ্গালে কাল মঙ্গলবার । মিলাদ ও দোয়া মাহফিল শেষে এ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হবে। এর আগে সকাল দশটায় নির্বাচনী ‘নৌকা’ প্রতীক বরাদ্দ লাভের পর হযরত শাহজালাল (র.) দরগাহ মাজার জিয়ারত করবেন কামরান। জিয়ারত শেষে দরগাহ সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন বিকেল ৫টায়। শাহী ঈদগাহস্থ মিতা কমিউনিটি সেন্টারে এই নির্বাচনী কার্যালয় দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হবে। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা রশিদুর রহমান ফারুক সাহেব বরুনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ