মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অস্বাভাবিক ও আকস্মিক বন্যায় বহু লোক হতাহত হয়েছে। সউদি আরবে বৃষ্টি ও বন্যায় ১৮ জন নিহত হয়েছে। বন্যায় গাড়িতে আটকে পড়া ৯১৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে গত বৃহস্পতিবার জানিয়েছে সউদি কর্তৃপক্ষ। বন্যার পানিতে রাজধানী রিয়াদ, মক্কা এবং পর্বতসঙ্কুল ও মরুময় দক্ষিণাঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েকদিন ধরে সউদি আরবে ভারী বর্ষণের জেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। পার্শ্ববর্তী ইয়েমেনে বন্যায় অন্তত ১৬ জন মারা গেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, দেশটির পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ভারী বর্ষণের সৃষ্ট বন্যায় অন্তত দু’জন মারা গেছে। কাতারেও প্রবল বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে। খবরে বলা হয়, সউদি আরবের রিয়াদ থেকে শুরু করে হায়েল, মক্কা, মদিনা, আল-বাহা, আসির, নাজরান এবং জাজান পর্যন্ত এলাকাগুলো বন্যায় আক্রান্ত হয়েছে। সউদি রেড ক্রিসেন্ট সোসাইটি মৃতদের মধ্যে দুইজন ইয়েমেন সীমান্তবর্তী জাজান অঞ্চলে এবং একজন আল-বাহা অঞ্চলে মারা গেছে। এছাড়া আল-বাহা অঞ্চলে তীব্র বর্ষণের ফলে দুর্ঘটনায় ২৭ জন আহত হয়েছে। আল-জাজিরা, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।