রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনার আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। সূত্র মতে, চাওড়া মৌজার ১৪১ নং খতিয়ানের ১৫৬ নং দাগের ২৫ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি রাতের আধারে পাউবো বেড়িবাঁধ সংলগ্ন জমি দখল করে দুটি টিনশেট ঘর উত্তোলন করেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৬৭ সালে উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া মৌজার ১৪১ খতিয়ানের ১৫৬ নং দাগ বেড়িবাঁধের জন্য ৪৩/১ পোল্ডারের অধীন পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে। স্থানীয় এক প্রভাবশালী সরকারি আইনের কোনো তোয়াক্কা না করে গায়ের জোরে রাতের আধারে দুটি টিনশেড ঘর উত্তোলন করে দখল করেছেন।
এ ব্যাপারে ওই ব্যক্তি মুঠোফোনে বলেন, আমি ১ নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ডের এ জমি ছাড়াও আরো জমি পূর্ব মালিক ৬৪ জনের কাছ থেকে নোটারি করে নিয়েছি। জমি কিভাবে নোটারি নিলেন এর কোনো জবাব তিনি দিতে পারেননি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম মুঠোফোনে জানান, ঘর উত্তোলনের কথা শুনেছি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান মুঠোফোনে জানান, সরকারি জমি অনুমতি ছাড়া কেউ দখল করতে পারে না। সরকারি সম্পত্তি রক্ষা করতে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।