মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সপ্তাহব্যাপী বিদেশ সফরের এক পরিকল্পনা হাতে নিয়েছেন। এই সময়ে সউদি আরব, যুক্তরাজ্য এবং জার্মানি সফর করবেন তিনি। বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। সউদি আরবে বাদশাহ সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন ওবামা। এছাড়া আইএসবিরোধী লড়াই সংক্রান্ত আলোচনার জন্য উপসাগরীয় ছয় আরব দেশের নেতাদের সঙ্গেও এক সম্মেলনে মিলিত হবেন তিনি। যুক্তরাজ্যে বর্তমান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন উপলক্ষে তার সঙ্গে এক নৈশভোজে মিলিত হবেন। এছড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথেও সাক্ষাৎ করবেন ওবামা। সর্বশেষ তিনি যাবেন জার্মানিতে। সেখানে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। জার্মানিতে বিশ্বের বৃহত্তম শিল্প প্রযুক্তি মেলার উদ্বোধন করবেন ওবামা। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।