Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৌদি আরবে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ২:৫৩ পিএম

সৌদি আরবে বন্দুকধারীদের গুলিতে এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির পরিচয় এখনও জানা যায়নি।
রোববার সৌদির রাজধানী রিয়াদের উত্তরে কাশিম প্রদেশের বুরাইদাহ নগরে একটি নিরাপত্তা চেকপয়েন্টে বন্দুকধারীরা হামলা চালালে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার-এসপিএ এক বিবৃতিতে বলা হয়েছে, বুরাইদাহর তারাফিয়া সড়কের চেকপয়েন্টটিতে বন্দুকধারী তিন সন্ত্রাসী গুলি চালিয়ে হামলা করে।

পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুই সন্ত্রাসী নিহত ও একজন আহত হয়।

অতি রক্ষণশীল ওয়াহাবি সুন্নি মুসলমানদের আবাসস্থল কাশিম প্রদেশ সৌদি আরবের অন্যতম প্রাণকেন্দ্র।

কাশিম অঞ্চলের অনেক যুবক ইয়েমেনের আল কায়েদা ও ইরাকের বিদ্রোহী দলগুলোর সঙ্গে যুক্ত।

এক দশক আগে আল-কায়েদার একটি বিদ্রোহ দমন করার পর থেকে কয়েক বছর ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর বারবার এ রকম হামলার ঘটনা ঘটছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ