Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় ভাঙনের মুখে যুদ্ধবিরতি

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আলেপ্পোয় বিদ্রোহীদের ওপর আসাদ বাহিনীর ব্যাপক হামলার কারণে যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মস্কো এবং ওয়াশিংটনের উদ্যোগে সিরিয়ায় গত ২৭ ফেব্রুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরুর পর তা এখনো বহাল থাকলেও, জেনেভায় দ্বিতীয় দফার শান্তি আলোচনার ঠিক আগ দিয়ে তা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আলোচনার ঠিক আগ মুহূর্তে সিরিয়ার সরকারি বাহিনী হামলা জোরদার করেছে। উল্লেখ্য, সিরিয়ার চলমান সংকট নিরসনে বুধবার জেনেভায় শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় দফার শান্তি আলোচনা। সংঘাত বন্ধে সব পক্ষের মধ্যস্থতায় সিরিয়ায় একটি অন্তর্বর্তী সরকার গঠনে এ পর্বের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্টুরা। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে আসাদবিরোধী বিদ্রোহীদের লক্ষ্য করে গত মঙ্গলবার ব্যাপক হামলা চালায় দেশটির সরকারি বাহিনী। এ সময় আল-কায়েদার স্থানীয় শাখা আল-নুসরা ও বিদ্রোহীরা সরকারি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানায়। সিরিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। তেহরানে সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্টুরার সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় ভাঙনের মুখে যুদ্ধবিরতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ