বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারায় ৬ চীনা নাগরিকের ছিনতাই মামলার প্রধান আসামী আবু সৈয়দ ওরফে পেটুয়াকে (২৯) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত পৌণে ১১টায় উপজেলার বারশত ইউনিয়নের সিইউএফএল সংলগ্ন বেড়িবাঁধ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত আসামী ওই ইউনিয়নের দুধকুমড়া (পারকি) গ্রামের মাহবুব আলী সওদাগর বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে।
বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার বাদী এসআই মো.নাজিম উদ্দিন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে সিইউএফএল সংলগ্ন ওশানতাজ রেস্তোরাঁর পশ্চিমে বেড়িবাঁধ থেকে একাধিক মামলার আসামী পেটুয়াকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। গত ২ মার্চ কর্ণফুলী টানেল প্রকল্পে কর্মরত ৬ চীনা নাগরিকের ছিনতাই হওয়া মামলার প্রধান আসামী পেটুয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়া তার নামে অস্ত্র,ছিনতাই,ডাকাতি,দস্যুতাসহ কর্ণফুলী ও আনোয়ারা থানায় ৪টি মামলা রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দুল মোস্তফা ইনকিলাবকে জানান, গ্রেফতারকৃত আসামীর মামলা নথিভূক্ত করার পর রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।