Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিজিবির অভিযান জুন মাসে ৩১ কোটি টাকার চোরাচালানি ও মাদক দ্রব্য জব্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত দেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য ও চোরাচালানি জব্দসহ নানা অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত জুন মাসে দেশের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ কোটি ১৯ লাখ ৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালানি ও মাদক দ্রব্য জব্দ করেছে। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিবি ৪৯৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে। গতকাল বিজিবির সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মাদকের মধ্যে এক লাখ ৭৯ হাজার ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার ৮১৭ বোতল বিদেশি মদ, ১৪৭ লিটার বাংলা মদ, দুই হাজার ৮৪৮ ক্যান বিয়ার, ১৯ হাজার ৬৭৪ বোতল ফেনসিডিল, এক হাজার ৫৬৫ কেজি গাঁজা, ৪০০ গ্রাম হেরোইন, এক হাজার ৭১৮টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১১ হাজার ৮৩৫টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১০ লাখ ১৩ হাজার ২০টি অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ১০টি সোনার বার, শাড়ি, থ্রিপিস/শার্টপিস, থান কাপড়, তৈরি পোশাক, গাড়ির যন্ত্রাংশ, তিনটি পিকআপ, তিনটি ট্রাক, ১২টি সিএনজিচালিত অটোরিক্সা, ৫০টি মোটরসাইকেল, কাঠ এবং চা পাতাও রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৪টি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ২০ রাউন্ড গুলি এবং ৯টি ম্যাগাজিন। এ ছাড়া অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬১ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৪৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে চারজন ভারতীয় নাগরিককে আটকের পর বিএসএফ ও থানায় সোর্পদ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ