Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ২১.২১ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৮.৯৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মডার্ণ ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৪.৬৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্স, ফার্মা এইডস, নর্দার্ণ জুট, হাক্কানি পাল্প, এটলাস বাংলাদেশ, সোনালী আঁশ ও জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ