রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যথাযথ শর্ত পূরণ না করেও মো. মজিবর রহমান আমতলী ডিগ্রি তথা সরকারি কলেজে আট বছর অধ্যক্ষ পদে চাকরি করে সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেন। তদন্ত রিপোর্টটি ডিজি অফিসে এক বছর ধরে ফাইলবন্দী রয়েছে। গত ২ আগস্ট ২০১৭ মাউশি/বরি/তদন্ত/২০১৭/৭৬ নং স্মারকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, বরিশাল আঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর মোহাম্মাদ ইউনুস ও উপ-পরিচালক (কলেজ) মো. আবদুস সেলিমের যৌথ তদন্ত রিপোর্টে আমতলী ডিগ্রি তথা সরকারি কলেজের অভিজ্ঞতাহীন অধ্যক্ষ মো. মজিবর রহমানের ৯ বছর চাকরিকালীন সময়ের মধ্যে পাঁচ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন মর্মে ডিজি মহোদয়কে অবগত করান। দীর্ঘ প্রায় এক বছর ধরে ডিজি অফিসের সহকারী পরিচালক (কলেজ-০৪) জাকির হোসেনের কাছে উক্ত তদন্ত রিপোর্টটি ফাইলবন্দী অবস্থায় পাওয়া যায়। আজও যার কোনো কার্যক্রম শুরু হয়নি। বিষয়টি অত্যন্ত রহস্যজনক বলে প্রতীয়মান।
উল্লেখ্য, একটি ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে নিযুক্তির ক্ষেত্রে যে অভিজ্ঞতা থাকার কথা মো. মজিবর রহমান সে অভিজ্ঞতা ছাড়াই দীর্ঘ ৯ বছর কলেজটিতে দায়িত্ব পালন করেছেন। মাউশি অধিদফতরের মহা-পরিচালকের (ডিজি) কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার দফতরে কোনো ফাইল এভাবে পড়ে থাকে না। তবুও বিষয়টি আমি দেখছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।