মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাংবিধানিকভাবে বরাদ্দকৃত রাষ্ট্রীয় নিরাপত্তা গ্রহণে অস্বীকৃতি মেক্সিকোর নব-নির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেজ লোপেজ ওবরাদোর। বুধবার বর্তমান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে ন্যাশনাল প্যালেসে এক বৈঠক শেষে রাষ্ট্রীয় নিরাপত্তারক্ষী না নেয়ার ঘোষণা দেন তিনি। এসময়, তিনি আরও বলেন, যারা ন্যায় বিচারের লড়াইয়ে থাকে, তাদের দেহরক্ষী লাগে না, বরং জনগণই তাদের সুরক্ষিত রাখে। প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর তিনি যেসব পরিবর্তন আনবেন বলে প্রস্তাব দিয়েছেন, এরমধ্যে দেশটির নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরণের পরিবর্তন আনারও ইঙ্গিত দেন তিনি। এছাড়াও, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশের আধুনিকায়ন এবং এর মধ্য দিয়ে রাস্তা থেকে সামরিক বাহিনীর সদস্যদের অপসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।