Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রূপগঞ্জ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার, না.গঞ্জ জেলা পরিষদের সদস্য শিলা রানী পাল প্রমুখ।
উপজেলার ১১৪টি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্ট থেকে ফাইনাল রাউন্ডে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে কেন্দুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইউসুফগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগীতা করে। এতে ১-০ গোলে কেন্দুয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ