Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

৮ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদান করা হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬। বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা। আয়োজনের দ্বিতীয় পর্বে বরাবরের মতোই থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার পাঁচ জুটি পরিবেশন করবেন রিয়াজ-অপু বিশ্বাস, জায়েদ খান-সাহারা, আমিন খান-পপি, ইমন-তমা মির্জা ও সাইমন সাদিক-সিমলা। অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করছেন মাসুম বাবুল ও ইভান শাহরিয়ার সোহাগ। এ মাসের শুরু থেকে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে শুরু হয়েছে নৃত্যের মহড়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-এ আজীবন সম্মাননা পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন অভিনেত্রী ববিতা ও বিশিষ্ট অভিনেতা ফারুক। তাদের দুজনের অভিনীত গানের তালে নৃত্য পরিবেশন করবেন তারকারা। গানগুলো হচ্ছে সারেং বৌ সিনেমার ওরে নীল দরিয়া, নয়নমনির চুল ধইরো না খোঁপা খুলে যাবে যে নাগর, সুজন-সখীর সব সখীরে পার করিতে নেব আনা আনা, নিশানের চুপি চুপি বলো কেউ জেনে যাবে, ঝিনুকমালার তুমি ডুব দিও না জলে কন্যা প্রভৃতি। এ অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে থাকছে বিএফডিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ