গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় যাত্রীর কাছ থেকে এক কেজি ৪৪ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে বিমান বন্দরের শুল্ক গোয়েন্দারা। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বিমান বন্দরের গ্রিন চ্যানেলের কাছ থেকে এসব বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ৫৭ লাখ ২০ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. শহিদুল ইসলাম জানান, স্বর্ণ পাচার হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দাদের একটি দল গ্রিন চ্যানেলের কাছে অবস্থান নেয়। এ সময় মালয়েশিয়া থেকে (একে-৭১) উড়োজাহাজে আসা ৬ যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করতে গেলে তাদেরকে তল্লাশী করা হয়। তখন তাদের দেহে বিশেষভাবে লুকায়িত অবস্থায় এক কেজি ৪৪ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ৫৭ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত সোনাসহ আটক ৬ যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।