Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধ হচ্ছে ম্যাক্স হাসপাতাল বেরিয়েছে প্রায় ডজন ক্রটি

ফলো আপ : শিশু রাইফার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম


 ভুল চিকিৎসায় আড়াই বছরের শিশু রাইফা খানের মৃত্যুর ঘটনায় নগরীর মেহেদীবাগের বেসরকারী ম্যাক্স হাসপাতাল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হাসপাতালটিতে ১১টি অনিয়ম চিহ্নিত করেছেন। এ ব্যাপারে ব্যাখ্যা চেয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানো নোটিশ জারী করা হয়েছে। নোটিশে এসব অনিয়মের ব্যাখ্যা দিতে না পারলে প্রয়োজনে হাসপাতাল বন্ধ করে দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোন অনুমোদন ছাড়াই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নিয়ে হাসপাতালটি চালু করা হয়। শুরু থেকেই এ হাসপাতালের বিরুদ্ধে ভুল ও অপচিকিৎসার অভিযোগ উঠে। ভুল চিকিৎসার সর্বশেষ শিকার হন সাংবাদিক রুবেল খানের কন্যা রাইফা খান। সামান্য গলা ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পর গত ২৯ জুন রাতে ভুল চিকিৎসায় মারা যায় শিশু রাইফা। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকসহ চট্টগ্রামের পেশাজীবীরা রাজপথে নেমে আসেন। এ প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) কাজী জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
সরেজমিন তদন্ত শেষে কমিটি ঢাকায় গিয়ে মন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে ম্যাক্স হাসপাতালে ১১টি অনিয়মের চিত্র উঠে আসে। গত বুধবার হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হয়। চট্টগ্রামের সিভিল সার্জন নোটিশটি হাসপাতালটির ব্যবস্থাপক রঞ্জন দাশগুপ্তকে পৌঁছে দেন। তদন্ত কমিটির প্রধান কাজী জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, ম্যাক্স হাসপাতালের লাইসেন্সে অনেক ধরনের ত্রæটি রয়েছে। এসব ত্রæটি ১৫ দিনের মধ্যে ঠিক করা না হলে এবং এই সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে তাদের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনে হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে।
ম্যাক্স হাসপাতালকে দেয়া নোটিশে বলা হয়, হাসপাতালের লাইসেন্স নবায়নের জন্য যে আবেদন করা হয়েছে সেটি বিধি মোতাবেক হয়নি। হাসপাতালটি ১৫০ শয্যার হলেও সেটির কর্তব্যরত চিকিৎসক, নার্সদের কোন নিয়োগপত্র নেই। বিশেষজ্ঞ চিকিৎসকের কোন তালিকা নেই, হাসপাতালটিতে ক্লিনার, কর্মচারী নিয়োগের কোন তথ্য নেই। হাসপাতালে থাকা প্যাথলজিক্যাল ল্যাবটি অনুমোদনহীন, প্যাথলজিষ্ট, রিপোর্ট প্রদানকারী চিকিৎসক এবং মেডিক্যাল টেকনোলজিষ্ট কোন তালিকা নেই। এছাড়া হাসপাতালটিতে কোন বøাড ব্যাংক নেই বলে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ম্যাক্স বন্ধের দাবি
ম্যাক্স হাসপাতালে সাংবাদিক শিশু কন্যা রাইফাকে হত্যা করা হয়েছে বলে আবারো অভিযোগ করেছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি, অবৈধ ম্যাক্স হাসপাতাল অবিলম্বে বন্ধ করে দেয়া এবং হাসপতাল ব্যবসার নামে জনগণের পকেট যারা অর্থ বৈভবের মালিক হয়েছেন তাদের অবৈধ অর্থ উপার্জনের বিষয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন দুদককে অনুরোধ জানিয়েছেন। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত প্রেসব্রিফিং এই দাবি জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • MD Zahirul Alam ৬ জুলাই, ২০১৮, ৪:০৩ এএম says : 0
    কি শুরু হয়েছে আমাদের দেশে- নামি দামি হাসপাতালে ভুল চিকিৎসা হয়, ভুয়া ডাক্তার রোগী দেখে।
    Total Reply(0) Reply
  • Alamgir Hossain ৬ জুলাই, ২০১৮, ৪:১৫ এএম says : 0
    সবগুলোকে ফাসি দেয়া উচিত ।
    Total Reply(0) Reply
  • Ashit Dey ৬ জুলাই, ২০১৮, ৪:২২ এএম says : 0
    ত্রুটিগুলো এখন কেন ধরা পড়ছে। এসব পরিক্ষা করা স্ব্যাস্থ অধিদপ্তরের রুটিন কাজ। এছাড়া আবাসিক এলাকায়, ব্যস্ত রাস্তার পাশে যত্র তত্র এভাবে হাসপাতাল গড়ে তোলার সরকারী নিয়ম আছে কী।
    Total Reply(0) Reply
  • Russel ৬ জুলাই, ২০১৮, ১১:৫৬ এএম says : 0
    the clinic will not be closed , just eye wash only.see after 15 days what happens? this will create a never ending (reply & query circle) !!!!!!! & surely generate a big cash flow!!!!!!!
    Total Reply(1) Reply
    • Quazi B. Ahmed ৬ জুলাই, ২০১৮, ৮:৫৩ পিএম says : 4
      I truly agree with your statement. Most likely this hospital have good connection with Awami League.

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসপাতাল

৪ ফেব্রুয়ারি, ২০২৩
২১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ