Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহীর মধ্যনগরীতে পানি সংকট

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : একদিকে তীব্রতাপাদহ অন্যদিকে মধ্য নগরীতে ওয়াসার পাম্প নষ্ট। সংশ্লিষ্ট এলাকায় শুরু হয়েছে পানির জন্য হাহাকার। গণকপাড়া এলাকার ওয়াসার একটি পাম্প বিকল হওয়ায় গত চার দিন ধরে পানি নেই অন্তত ৭টি এলাকায়। নতুন করে পাম্প বসানোর জন্য পিএন সরকারি স্কুলের জায়গা চেয়েছে ওয়াসা। জেলা প্রশাসক জায়গা দেয়ার সুপারিশ করলেও নগরীর পিএন গার্লস স্কুলের প্রধান শিক্ষকের আপত্তির কারণে পাম্প বসানো সম্ভব হচ্ছে না। এই অবস্থায় তীব্র গরমে পানির জন্য হাহাকার পড়ে গেছে মাঝনগরীতে। গণকপাড়া এলাকার বাসিন্দারা পানির অভাবে তারা গত চার দিন ধরে দুর্বিসহ জীবন যাপন করছেন। শুধু তারাই নয়, পুরো গণকপাড়া ও মিয়াপাড়াসহ কুমারপাড়া, আলুপট্টি, সাহেব বাজার ও মুন্সীডাঙ্গার একাংশের বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছে। চলমান দাবদাহেও পানির অভাবে গোসল, রান্না, খাওয়া, হাড়ি-পাতিল ধোওয়া, বাথরুমে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ও কাপড় চোপড় নিয়ে এক অসস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেউ কেউ বাইরের হস্তচালিত টিউবওয়েল থেকে পানি এনে রান্না ও খাওয়ারসহ জরুরী কাজ কোনো মতে সম্পাদন করছেন। রাজশাহী ওয়াসার তত্ত্বাবধায় প্রকৌশলী পারভেজ মামুদ জানান, পিএন স্কুলের পশ্চিম পাশ্বের পাম্পটি লাইফ টাইম ওভার করেছে। কয়েকদিন আগে ওই পাম্পটি দিয়ে পানির পরিবর্তে কাঁদা উঠার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহীর মধ্যনগরীতে পানি সংকট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ