নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর মত অতটা কদর হয়তো বিশ্বফুটবলে তার নেই। তার মত ড্রেসিং রুমে অর্ধ-নগ্ন শরীরে সিক্স প্যাক বডি দেখাতেও অভ্যস্থ নন তিনি। তা সত্ত্বেও কেভিনো ডি ব্রুইন ম্যানচেস্টার সিটির হয়ে দেখালেন রোনালদোর মত জাদুকরী রাত উপহার দেয়ার সক্ষমতা আছে তারও। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) বিপক্ষে অপেক্ষার ৭৬ মিনিট কাটানোর পর ডি ব্রুইন যা করে দেখালেন দলের জন্য তা ইতিহাস। ঠিক ওই সময়টাতেই বেলজিয়ান প্লে-মেকারের আচমকা শট আকাশি-নীল গ্যালারিতে আনন্দেন ঢেউ বইয়ে দেয়। ম্যানসিটি ম্যাচ জেতে ১-০ গোলে। দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত জায়গা করে নেয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে। একই সাথে রচিত হয় টানা চতুর্থবার কোয়ার্টার ফাইনালেই পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ যাত্রার যবানিকার গল্প।
‘এটা অসাধারণ একটা অনুভুতি’Ñ ম্যাচ শেষে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডি ব্রুইন। তিনি আরো যোগ করেনÑ ‘বলটা আমার দখলে রাখার দরকার ছিল কারন আমি দেখছিলাম আমার চারিদিকে প্রতিপক্ষের খেলোয়াড় ঘুরছে। ফলে আমি শুধু বলটা শট নিয়েছিলাম এরপর এটা আমাদের ভাগ্যসারথী হয়ে জালে ঢুকে যায়।’ প্রতিপক্ষের একাধীক আক্রমণ রুখে দিয়ে সিটির জয়ের আরেক নায়ক গোলরক্ষক জো হার্ট বলেনÑ ‘এটা ছিল সামর্থ দেখানোর লড়াই। তাদের সামর্থ ছিল, ছিল আমাদেরও। ভাগ্যক্রমে আমাদের দলের প্রধান বেলজিয়ান খেলোয়াড় আজকের (পরশু) রাতে এর নিসপত্তি টেনে দেন।’
পিএসজির মাঠে প্রথম লেগের খেলায় ২-২ গোলে ড্র করায় এদিন গোল শূন্য অথবা ১-১ গোলের ড্র করলেই হত সিটির। সেখানে জয় তো একেবারে সোনায়-সোহাগা। সেই লক্ষ্যে ম্যাচের ৩০তম মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যেতে পারত তারা। কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ হন সার্জিও আগুয়েরো। অপরদিকে পুরো ম্যাচে ৬২ শতাংশ বলের দখল রাখলেও আসল কাজটিই করতে ব্যর্থ হয় পিএসজি। নিজেদের এই ব্যর্থতায় প্রথম লেগে দুই গোল খেয়ে বসা এবং দলের একাধিক খেলোয়াড় নিষেধাজ্ঞার কারণে না থাকাকে দায়ী করেন পিএসজি কোচ লঁরা ব্লা। অপরদিকে সিটির ইতিহাস গড়ার পথে সাক্ষি হতে পেরে খুশি বিজয়ী কোচ পেল্লেগ্রিনিÑ ‘এটা অসাধারণ একটা অর্জন। সেমিফাইনালে উঠে আমরা প্রমাণ করেছি আমরা ইউরোপের শীর্ষ চার দলের মধ্যে একটি।’
২০১১-১২ মৌসুমে লিগ শিরোপা জিতে ইরোপ সেরাদের লড়াইয়ে জায়গা করে নেয় সিটি। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এরপরের দু’বারের ইতিহাসটা পেল্লেগ্রিনির মুখেই শোনা যাকÑ ‘দুর্ভাগ্যবসত গত দুই মৌসুম শেষ ষোলয় আমাদের খেলতে হয়েছিল বার্সেলোনার বিপক্ষে, যে কারণে আমরা পেরুতে পারিনি। কিন্তু এবার আমরা অনেক উন্নতি করেছি।’ দলের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সামর্থের কথা জোর দিয়েই বলেন ৬২ বছর বয়সী চিলিয়ান কোচ। শিষ্যের প্রশংসায় পেল্লেগ্রিনি বলেনÑ ‘খেলোয়াড় হিসেবে কেভিন খুবই গুরুত্বপূর্ণÑ বক্সের নিকটে সে খুবই ভয়ানক কারণ ভালো একটা শট নিতে তার খুব বেশি জায়গার দরকার হয় না’। চোটের কারনে গত দুই মাস ডি ব্রুইন ছিলেন দলের বাইরে। এ সময় লিগে ভালোই ভুগতে হয়েছে তার দলকে। ক্লাব রেকর্ড ৭৪ মিলিয়ন ইউরোয় চলতি মৌসুমে ভল্ফসবুর্গ থেকে সিটিতে যোগ দেন ২৪ বছর বয়সী তরুণ প্লেমেকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।