মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক নারীকে আহত করেছে ইসরাইলি বাহিনী।
নিরপরাধ ফিলিস্থিনি শিশু ও যুবকদের গুলি করার প্রতিবাদে মঙ্গলবার গাজায় ইসরাইলি সীমান্তের কাছে কয়েক হাজার নারী ও শিশু বিক্ষোভ মিছিল বের করলে তাতে গুলি চালান ইহুদিবাদী দেশটির সেনা সদস্যরা। এতে কমপক্ষে ১৩৪ নারী ও শিশু গুলিবিদ্ধ হন। খবর আলজাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা এক বিবৃতিতে জানান, ১৯৪৮ সালের পর থেকে সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে দখলদার ইসরাইলি বাহিনী। বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা গত ৩০ মার্চ থেকে নিজেদের বাড়ি ফিরে পেতে নতুন করে আন্দোলনে নেমেছেন। শান্তিপূর্ণ এ আন্দোলনে ইসরাইলি বাহিনী গুলি করে এ পর্যন্ত শিশুসহ ১৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
মঙ্গলবার গাজার বিভিন্ন এলাকা থেকে সীমান্তের কাছে শিশুসন্তানদের সঙ্গে নিয়ে দুই লক্ষাধিক ফিলিস্তিনি নারী বিশাল বিক্ষোভ মিছিল বের করে। ইসরাইলের এ বর্বর আচরণে নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।