Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দনিয়া সাংস্কৃতিক জোটের বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রতিবারের মত এবারও দনিয়া সাংস্কৃতিক জোট আয়োজন করতে যাচ্ছে পহেলা বৈশাখের বিশেষ আয়োজন। নতুন বছরকে স্বাগত জানাতে এই আয়োজনে থাকছে বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৬.৩০ মি থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। এবারের বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করছে দনিয়া এলাকার বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। সকাল ৬.৩০ মিনিটে ঢাকের শব্দে বৈশাখকে বরণের যাত্রা শুরু করা হবে। এরপর দনিয়া সাংস্কৃতিক জোটের শিল্পীদের উদ্বোধনী সংগীতের মাধ্যমে নববর্ষ বরণ করা হবে। সকালের শিশু প্রহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনাসহ সংগীত ও নৃত্য পরিবেশন করবে মিথিলা মিউজিক সেন্টার, সুরতাল সংগীত একাডেমী, দনিয়া সবুজ-কুঁড়ি কচি-কাঁচার মেলা, চিত্রণ ও সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্র। সকাল ৯ টায় শুরু হবে বৈশাখী শোভাযাত্রা। এবারের আয়োজনে ভিন্নমাত্রা যোগ করতে আয়োজন করা হচ্ছে যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা। তাছাড়া এলাকার ব্যবসায়ীদের এই উৎসবে সরাসরি সম্পৃক্ত করা হচ্ছে। বিকেলের অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে রূপসী বাংলা কালচারাল একাডেমী, ঐতিহ্য সাংস্কৃতিক সংঘ, ঢাকা একতা সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী, বিরহী শিল্পী গোষ্ঠী, আরোহী শিল্পী গোষ্ঠী এবং লালন পড়শী সংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দনিয়া সাংস্কৃতিক জোটের বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ