Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচনা করবেন না পুতিন-ট্রাম্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

ক্রিমিয়া বাদে ‘অন্য সব ইস্যু’ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন। ২০১৪ সালে ইউক্রেন থেকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হয় ক্রিমিয়া। পুতিন ও ট্রাম্পের মধ্যে বহুল প্রত্যাশিত প্রথম বৈঠকটি চলতি মাসেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘পুতিন বারবার জানিয়েছেন এবং উল্লেখ করেছেন, ক্রিমিয়া কখনই আলোচনার বিষয়বস্তু ছিল না এবং থাকবেও না, কারণ ক্রিমিয়া রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ।’ তিনি আরো বলেন, ‘অন্যান্য বিষয়ে আলোচনা এবং বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হবে।’ পেসকভ আরো বলেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ‘অনেক’ বিষয়ে ‘মতের অমিল’ রয়েছে। তবে তাদের মধ্যে ‘রাজনৈতিক ইচ্ছাশক্তি রয়েছে এবং সহমর্মিতা বাড়ছে।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন-ট্রাম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ