Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে খ্রিস্টান মহিলাকে বেত্রাঘাত

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে মদ বিক্রির দায়ে এক বয়স্ক খ্রিস্টান মহিলাকে শরিয়া আইনের আওতায় প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। এই প্রথম সেখানে কোনো অ-মুসলিমের ওপর শরিয়া আইন প্রয়োগ করা হলো। আচেহ ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ যেখানে শরিয়া আইন চালু রয়েছে। এখানে প্রতিনিয়ত এ আইনেই বিচারকার্য চলে। এক কর্মকর্তা জানান, গত মঙ্গলবার কয়েকশো লোকের সামনে ৬০ বছরের ওই বৃদ্ধাকে ৩০ বার বেত্রাঘাত করা হয়। এ সময় সমকামীতা ও মদ পানের জন্য এক যুগলকেও প্রকাশ্যে ১০০ ঘা দোররা মারা হয়। এমনকি এখানে বিপরীত লিঙ্গের অবিবাহিত কারো সঙ্গে সম্পর্ক করলেও দোররা মারা হয়। যদিও শরিয়া আইন এখানে এক সময় কেবল মুসলমানদের বিরুদ্ধে ব্যবহৃত হতো। কিন্তু গত বছরের শেষের দিকে নির্দিষ্ট কিছু ব্যাপারে এ আইন অমুসলিমদের বিরুদ্ধে ব্যবহারেরও সিদ্ধান্ত নেয়া হয়। আচেহ’র কেন্দ্রীয় এক সিনিয়র আইন কর্মকর্তা লিলি সুপারিল জানান, কোনো অ-মুসলিমের বিরুদ্ধে এাঁই প্রথম শরিয়া আইনের প্রয়োগ।
দীর্ঘদিন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পর জাকার্তা সরকার ২০০১ সালে আচেহ’কে বিশেষ স্বায়ত্তশাসন দেয়ার পর সেখানে শরিয়া আইন চালু করা হয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে খ্রিস্টান মহিলাকে বেত্রাঘাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ