মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ অভিযোগ করেছেন যে, তার বিরুদ্ধে অভ্যুত্থান করার চেষ্টা করা হয়েছে। তার সরকারের ভাইস প্রেসিডেন্টই এই অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিল বলে দাবি করেন তিনি। গত মঙ্গলবার অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের ফাঁস হওয়া একটি অডিওবার্তার বরাত দিয়ে তিনি এ তথ্য জানান। দুর্নীতির অভিযোগে ইমপিচমেন্টের খড়গ ঝুলছে রুসেফের ওপর। গত সোমবার দেশটির কংগ্রেস কমিটি তার বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষে ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপনের পক্ষে ভোট দিয়েছে। আগামী সপ্তাহে নিম্নকক্ষে প্রস্তাবটি পাস হলে ইমপিচমেন্টের মুখোমুখি হতে হবে রুসেফকে। ফাঁস হওয়া অডিওবার্তার বরাত দিয়ে রুসেফ বলেন, তার বিরুদ্ধে যারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছিল তাদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট মাইকেল টিমার অন্যতম নাটের গুরু। গত সোমবার এই অডিওবার্তাটি ফাঁস হয়েছে। তবে কে এটি ফাঁস করেছে তার নাম জানাননি রুসেফ। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতে তারা এখন প্রকাশ্যে দিনের আলোতেই ষড়যন্ত্র করছে। বিবিসি, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।