Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাউদিয়ার টিকিট কালোবাজারে

প্রধানমন্ত্রী ১১ জুলাই হজ কার্যক্রম উদ্বোধন করবেন

শামসুল ইসলাম | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

কালো বাজারে চড়া দামে দেদারসে বিক্রি হচ্ছে সাউদিয়া এয়ারলাইন্সে’র হজ টিকিট। নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত অর্থ দিয়ে হজ টিকিট ক্রয় করতে হিমসিম খাচ্ছেন বেসরকারী হজ এজেন্সিগুলো। সাউদিয়া এয়ারলাইন্সে’র হজ টিকিট বিক্রয়ে কোনো নিয়ন্ত্রণ না থাকায় সিন্ডিকেট চক্র হজ টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। হজ এজেন্সিগুলোকে জিম্মি করে সাউদিয়ার হজ টিকিট চড়া দামে বিক্রির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারী নির্দেশনা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে চলতি বছর প্রত্যেক হজ এজেন্সি’ তার হজযাত্রী’র সংখ্যানুযায়ী হজ টিকিট ক্রয়ের সুযোগ পাচ্ছে। আগামী ১৪ জুলাই সকাল ৭টা ৫৫ মিনিটে বিমানের প্রথম হজ ফ্লাইট (বিজি-১০১১) ৪শ’ ১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ জুলাই আশকোণাস্থ হজ অফিসে ’হজ কার্যক্রম ২০১৮’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। হাজী ক্যাম্পে ধোয়া মোছার কাজ কর্ম জোরেশোরে শুরু হয়েছে। সাউদিয়া এয়ারলাইন্সে’র প্রথম হজ ফ্লাইট একই দিনে জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগষ্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন হজযাত্রী হজ পালন করতে সউদী যাবেন। হজ টিকিটের মনোপলি ব্যবস্থা বন্ধ এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে অবিলম্বে হজযাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার চালুর দাবী উঠেছে। সাউদিয়া এয়ারলাইন্সে’র টপ টেনসহ বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রতি হজ টিকিট তিন হাজার টাকা থেকে ৫ হাজার টাকা অতিরিক্ত নিয়ে বিক্রি করছে বলে অভিযোগ উঠছে। এ ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হকের সাথে গতকাল যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। সাউদিয়া এয়ারলাইন্স সারা বছর তাদের টিকিট বিক্রির সর্বোচ্চ গ্রাহক টপটেনসহ ৫০ টি এজেন্সি’র কাছে সকল হজ টিকিট বরাদ্দ দিয়েছে। সউদী সরকারের নিয়ম অনুযায়ী হজ টিকিট বরাদ্দ দেয়া হয়েছে বলেও সাউদিয়া এরাবিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ দাবী করেছে।
বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি ও হাবের ইসি’র অন্যতম সদস্য আলহাজ ড. আব্দুল্লাহ আল নাসের আল্লাহ’র মেহমান হজযাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা নিয়ে সাউদিয়ার হজ টিকিট কালো বাজারের বিক্রি’র ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাউদিয়ার হজ টিকিটের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বিমানের ন্যায় সরাসরি সাউদিয়ার হজ টিকিট ক্রয়ের সুযোগ দেয়ার জন্য সাউদিয়া এরাবিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, সাউদিয়ার টপ টেন এজেন্টরা প্রত্যেক হজ টিকিট বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। সাউদিয়ার হজ টিকিটের মনোপলি ব্যবসা বন্ধের জন্য অবিলম্বে হজযাত্রী পরিবহনের থার্ড ক্যারিয়ার চালুর দাবী জানান আব্দুল্লাহ আল নাসের।
সাউদিয়া এরাবিয়ান এয়ারলাইন্সে’র শীর্ষ পর্যায়ের গ্রাহক সনজুরি ট্রাভেলসের স্বত্বাধিকারী ও হাবের সাবেক মহাসচিব শেখ আব্দুল্লাহ অতিরিক্ত অর্থের বিনিময়ে সাউদিয়ার হজ টিকিট বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে সাউদিয়ার হাতে গোনা কিছু হজ টিকিট দেয়া হয়েছে এবং তা’ নির্ধারিত মূল্যেই বিক্রি করছি। সাউদিয়ার হজ টিকিট চাহিদানুযায়ী না পেয়ে বিমান থেকে হজ টিকিট নিচ্ছেন বলেও শেখ আব্দুল্লাহ উল্লেখ করেন। তিনি বলেন, কেউ কেউ অতিরিক্ত টাকা নিয়ে সাউদিয়ার হজ টিকিট বিক্রি করছে শুনছি। শেখ আব্দুল্লাহ বলেন, সাউদিয়ার হজ টিকিট কালোবাজারে চড়া দামে বিক্রি বন্ধ করতে হলে বিমান মন্ত্রীকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে মনিটরিং সেল বসিয়ে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ বলেন, সরকারের ক্যাবিনেটের সিদ্ধান্ত তোয়াক্কা না করে সাউদিয়া এয়ারলাইন্স একতরফাভাবে হজ টিকিট বিক্রি করছে। এতে সিন্ডিকেট চক্র চড়া দামে হজ টিকিট বিক্রি করার সুযোগ পাচ্ছে। সাউদিয়ার হজ টিকিট অতিরিক্ত অর্থ নিয়ে বিক্রি করে হাজীদের ওপর জুলুম করা হচ্ছে বলেও আলহাজ জামাল উদ্দিন আহমেদ উল্লেখ করেন। তিনি বিমানের ন্যায় সকল হজ এজেন্সি যাতে সরাসরি সাউদিয়ার হজ টিকিট ক্রয়ের সুযোগ পায় তার যথাযথ ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেন। আটাবের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ (মাহবুব) সাউদিয়ার হজ টিকিট কালোবাজারে বিক্রি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়টি সর্ম্পকে আমি কিছু জানি না। তিনি বলেন, সরকার সকল বিদেশী এয়ারলাইন্সগুলোকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে জি এস এ নিয়োগের মাধ্যমে তাদের স্ব স্ব ব্যবসা পরিচালনার নিদের্শ দিয়েছে। এ ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ গত মে মাসে বিদেশী এয়ারলাইন্সগুলোকে চিঠি দিয়ে বিষয়টি অবহতি করেছে। তিনি বলেন, জিএসএ নিয়োগ হলেই বিদেশী এয়ারলাইন্সগুলো টিকিট বিক্রির ক্ষেত্রে জবাবদিহিতার আওতায় আসবে এবং বাংলাদেশের আইনকানুন মেনে চলতে তারা বাধ্য হবে।
রোববার প্রধানমন্ত্রী’র মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে তার দপ্তরে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভায় বলা হয়, এবার হজ নিয়ে কোনো প্রকার ব্যর্থতার সুযোগ রাখা হবে না। সভায় ধর্ম সচিব মো: আনিছুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, হাবে সভাপতি আলহাজ আব্দুস ছোবহান ভূইয়া মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলি, আটাবের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ (মাহবুব) , ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (হজ ) হাফিজ উদ্দিন ও পরিচালক হক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী’র হক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার উপরগুরুত্বারোপ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ