Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শরণার্থীদের ওপর হামলায় মেসিডোনিয়ার সমালোচনা

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শরণার্থীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় মেসিডোনিয়ার সমালোচনা করেছে গ্রিস। মেসিডোনিয়ার পুলিশ ইউরোপে প্রবেশের চেষ্টাকালে শরণার্থীদের ওপর কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করায় গতকাল সোমবার এই সমালোচনা করল গ্রিস। মেসিডোনিয়ান পুলিশ অবশ্য দাবি করেছে, গত রোববার গ্রিসের সীমান্ত বেড়া ভেঙে প্রবেশের সময় বাধা দিলে শরণার্থীরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। মেসিডোনিয়ান কর্তৃপক্ষ বলছে, শনিবার শরণার্থীদের মধ্যে হঠাৎ করে আরবিতে লেখা লিফলেট বিতরণ করা হয় যে সীমান্ত খুলে দেওয়া হবে। এরপর রোববার প্রায় ৫০০ শরণার্থী সীমান্তের তিনটি স্থানে বেড়া ভাঙার চেষ্টা করে। ফলে সংঘর্ষের সূত্রপাত হয়। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরণার্থীদের ওপর হামলায় মেসিডোনিয়ার সমালোচনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ