রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাউজানে হলদিয়া ইউনিয়নের আলিহোসেন শাহ (রহ.) সেতু এলাকার সড়কে ভাঙন। সরেজমিন গিয়ে দেখা গেছে হলদিয়া ও উত্তরসর্তা এলাকার সর্তার দুপাড়ের বাসিন্দারা খালের পাড়ের সড়কে ভাঙনে তাদের বাড়ি ঘর, রাস্তাঘাট হুমকিতে পড়েছে। ব্রিজের পশ্চিমে, দক্ষিনে তীব্র ভাঙনে চলচলে বেগাত ঘটছে। কাজীপাড়া, ইউছুপের বাড়ি, আলী হোসেন ফকির বাড়ি, আহমদুর রহমান সেট বাড়ি, ফিরিয়ারের বাড়ি, কোব্বাত মিয়া বাড়ি, সিকদার বাড়িসহ বেশ কিছু বাড়ি ও এলাকা। ব্রীজের পশ্চিমপাশে সড়কটি ইটের সলিংসহ খালে ভেঙে পড়েছে। যে কোন মুহুর্তে পুরো সড়ক খালে গীলে খেয়ে যান ও জন চলাচলে দুর্ভোগ বাড়াবে। বন্ধ হয়ে যেতে শত-শত মানুষের চলাচলের একমাত্র পথটি। স্থানীয় ইউপি সদস্য সরোয়ার উদ্দিন জানান, কমপক্ষে কাজীপড়া হতে মাজার পর্যন্ত বøক না বসালে সমগ্র এলাকা হুমকীর মুখে পড়তে পারে। হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জানান, বন্যা ও সর্তাখালের ভাঙনে রাউজানে এমপি মোহদয়ের সাজানো গোছানো আমার ইউনিয়নের ৩.৪.৫ ও ৬ নং ওয়ার্ড একেবারেই শেষ। তিন জানান, ৪ টি ওয়ার্ডে কোটি কোটি টাকার রাস্তা সেতু, মাছের প্রজেক্টের ক্ষতি সাধিত হয়েছে। তিনি দ্রæততার সহিত রাস্তাঘাটের জন্য বরাদ্ব প্রদানের জন্য সরকারের নিকট জোরদাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।