Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত না মিয়ানমার -রেডক্রস

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ২:৪৯ পিএম
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার এখনো প্রস্তুত নয় বলে জানিয়েছে রেডক্রস। সংস্থাটির  প্রেসিডেন্ট পিটার মাউরার বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সেখানে এখনো অনেক কাজ করা দরকার। এমন পরিস্থিতিতে দ্রুতই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে মনে করেন না তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
খবরে বলা হয়, সম্প্রতি রাখাইন সফর করেছেন রেডক্রসের শীর্ষ কর্মকর্তা পিটার মাউরার। এর আগে মিয়ানমার দাবি করেছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য তারা পুরোপুরি প্রস্তুত।
তাদের তথ্য অনুযায়ী, রাখাইনে রোহিঙ্গাদের রাখার জন্য অস্থায়ী আশ্রয় শিবির নির্মাণ করা হয়েছে। এছাড়া অন্যান্য প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে। সম্প্রতি রাখাইনের  এসব এলাকা সরেজমিন ঘুরে দেখেন পিটার মাউরার। রোববার এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এসময় মাউরার বলেন, মিয়ানমার সফর করে যে তিনি যে পরিস্থিতি দেখে এসেছেন তাতে সেখানে রোহিঙ্গাদের এখনই ফেরত পাঠানো সম্ভব নয়। তিনি বলেন, ‘আমি মনে করি, বড় আকারের প্রত্যাবাসনের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এখনও অনেক কাজ বাকি। রোহিঙ্গাদের অভ্যর্থনা ও গ্রহণ সংক্রান্ত অবকাঠামো নির্মাণ, প্রস্তুতি এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের আবারও নিজেদের মাঝে গ্রহণ করতে রাখাইনের বিভিন্ন সম্প্রদায়ের প্রস্তুতি...সব কাজই এখনও অস¤পূর্ণ।’ রেডক্রসের প্রধান মাউরারের এমন বক্তব্য মিয়ানমার সরকারের দাবির পুরো বিপরীত। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মিয়ানমারের কর্তৃপক্ষ কোন মন্তব্য করে নি। 
 
উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। তারা রোহিঙ্গা মুসলিম গ্রামগুলো পুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এর অধিবাসীদের নির্বিচারে হত্যা ও নারীদের ধর্ষণ করে। প্রাণ বাঁচাতে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তার কক্সবাজারের শরণার্থী শিবিরে শোচনীয় জীবন যাপন করছে। এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষর করলেও কোন রোহিঙ্গাকে এখনো ফিরিয়ে নেয় নি মিয়ানমার। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ