Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা দক্ষিণ সিটিতে আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ১২:০৫ এএম

ধর্মীয় ও সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য এবার রাজধানীতে আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতায় কমিউনিটি সেন্টার নির্মাণ নামের একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৬৮ কোটি ৭৫ লাখ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প বাস্তবায়িত হলে সামাজিক উন্নয়নের পাশাপাশি রাষ্ট্র আর্থিকভাবে লাভবান হবে। রাজধানীর ওয়ার্ড পর্যায়ে সামাজিক আচার অনুষ্ঠান, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান, বিনোদনমূলক, সামাজিক কল্যাণ ও সামাজিক যোগাযোগে নতুন ধারার সৃষ্টি হবে।
পরিকল্পনা কমিশনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর এরই মধ্যে প্রক্রিয়াকরণ শেষ করেছে পরিকল্পনা কমিশনে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় উপস্থাপনের প্রস্ততি চূড়ান্ত করা হয়েছে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে ঢাকা শহরের জনসংখ্যা প্রায় দেড় কোটি। যার অধিকাংশ লোক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাস করে থাকে। নগর সম্প্রসারণ ও জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে নগরবাসীর কমিউনিটি সুবিধা বাড়েনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বিদ্যমান কমিউনিটি সেন্টারগুলো বহুদিনের পুরানো, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এগুলোতে আধুনিক সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না।
সরকার ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য এলাকাকেন্দ্রিক অত্যাধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ নতুন কমিউনিটি সেন্টার নির্মাণ ও পুরাতন কমিউনিটি সেন্টারের পুনর্বাসন কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ১৯৯০ সাল থেকে ৯৯ সালে বাসাবো ৪ নম্বর ওয়ার্ডে ও সূত্রাপুর ৪৪ নম্বর ওয়ার্ডে নির্মিত দুইটি কমিউনিটি সেন্টার পুনর্বাসনের এবং ১৯৬৫-৬৬ সালে নির্মিত হাজারীবাগ ২২ নম্বর ওয়ার্ডের খলিল সরদার কমিউনিটি সেন্টার, লালবাগ ২৯ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খান কমিউনিটি সেন্টার এবং বংশাল ৩৪ নম্বর ওয়ার্ডের কাজী আলাউদ্দিন রোডের জায়গায় মেয়র মোহাম্মদ হানিফ কমিউনিটি সেন্টার নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় ১০ তলা খলিল সরদার কমিউনিটি সেন্টার, ৯ তলা শায়েস্তা খান কমিউনিটি সেন্টার, ১০ তলা মেয়র মোহাম্মদ হানিফ কমিউনিটি সেন্টার, ৪৪ নম্বর ওয়ার্ডের সূত্রাপুর এলাকার বিদ্যমান কমিউনিটি সেন্টার ও ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো এলাকার বিদ্যমান কমিউনিটি সেন্টার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ