Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 ব্রাহ্মণবাড়িয়ার কসবা দক্ষিনখাড় এলাকায় গতকাল সৎ ছেলের লাঠির আঘাতে ফাতেমা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিনখাড় গ্রামের পশ্চিম পাড়ায় ঘটনাটি ঘটে। ফাতেমা বেগম ওই এলাকার হাজী সেলিম মিয়ার স্ত্রী। ঘটনার পর সৎ ছেলে নোয়াব মিয়া (২০) পলাতক রয়েছে। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মালেক জানায়, দক্ষিনখাড় গ্রামের গ্রাম্য ডাক্তার হাজী সেলিম চার বিয়ে করেছেন। চার স্ত্রীর ঘরে তার ১৪ সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন ঝামেলা নিয়ে তৃতীয় স্ত্রীর ছেলে নোয়াবের সাথে চতুর্থ স্ত্রী ফাতেমার কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল ভেরে ফাতেমাকে নোয়াব লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় বাজারের গ্রাম্য চিকিৎসক ইসমাইল তার মাথা সেলাইসহ চিকিৎসা করেন। চিকিৎসা শেষে বাড়িতে আসার পর সে মারা যায়। পুলিশের এ.এস.পি সার্কেল (কসবা সার্কেল) আবদুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতর স্বামী হাজী সেলিম মিয়া বাদী হয়ে পুত্র নোয়াব মিয়াকে আসামী করে হত্যার অভিযোগ দায়ের করেন। নিহত ফাতেমা বেগমের চার সন্তানের জননী ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মায়ের মৃত্যু

১৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ