বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে শিশু সন্তান ইমনকে হত্যার মামলায় বাবা ও সৎমাকে মৃত্যুদ- দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। গতকাল বুধবার দুপুরে আদালতের বিচারক রেজাউল করিম এই রায় প্রদান করেন। মামলার আর্জি থেকে জানা যায়, গত বছরের ২৭ আগস্ট নাটোরের বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামের এমদাদুল হকের সাড়ে আট বছরের শিশু সন্তান ইয়াসিন আরাফাত ইমনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিনই নিহত ইমনের মা কুলসুমা বেগম বাদী হয়ে তার স্বামী এমদাদুল হক ও ইমনের সৎ মা নাহিদা বেগমকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তদন্ত করে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করা হয়। মামলার শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বুধবার জেলা জজ আদালতের বিচারক রেজাউল করিম আসামি এমদাদুল হক ও তার দ্বিতীয় স্ত্রী নাহিদা বেগমকে মৃত্যু দ-াদেশ প্রদান করেন। ঘটনার পর থেকেই নিহতের বাবা এমদাদুল হক কারাগারে রয়েছেন। তবে ঘটনার পর আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে নিহতের সৎমা নাহিদা বেগম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।