বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ হজ্জযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল-নাসের ও সাধারণ স¤পাদক আলহাজ্জ আব্দুল বাতেন এক বিবৃতিতে বলেছেন, চলতি বছর হজযাত্রী রিপ্লেসমেন্ট এর সংখ্যা ৪% এর স্থলে ১৫% না বাড়ালে প্রায় ১৩ হাজার হজযাত্রীর কোটা পূরণ না হওয়ার আশংকা রয়েছে। নেতৃদ্বয় বলেছেন, রিপ্লেসমেন্টের বেড়াজালে পড়ে এবার ১৩ হাজার হজযাত্রীর কোটা পূরণ না হলে আগামী বৎসর সমসংখ্যক হজ কোটা সউদী সরকার বাংলাদেশকে নাও দিতে পারে। নেতৃদ্বয় বলেছেন, গত বৎসর ধর্ম মন্ত্রণালয় ১৫ শতাংশ হজযাত্রী রিপ্লেসমেন্ট দেয়ায় ১ লক্ষ ২২ হাজার হজযাত্রীর মধ্যে ১৮ হাজার তিনশত হজযাত্রী রিপ্লেসমেন্টের সুবাধে পবিত্র হজ পালন করতে পেরেছিলেন। এবার ৪ শতাংশ হজযাত্রী রিপ্লেসমেন্ট ঘোষণা করায় ১ লক্ষ ২২ হাজার হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৮ শত ৮০ জন হজযাত্রী হজ পালন করতে পারবেন। বাকী প্রায় ১৩ হাজার হজযাত্রীর কোটা পুরণ হবে না । নেতৃবৃন্দ এ বৎসর সকল দিক বিবেচনা করে ধর্মমন্ত্রী ও সচিবের প্রতি ২০ শতাংশ হজযাত্রী রিপ্লেসমেন্ট অনুমোদনের জন্য জোর আহবান জানিয়েছেন । রিপ্লেসমেন্ট এর সংখ্যা বাড়ালে ধর্ম মন্ত্রণালয়ের কোন ক্ষতি হবে না। বরং গত বছরের ন্যায় ১৫% রিপ্লেসমেন্ট দিয়ে পুরো হজ কোটা পুরণ হলে সরকারের ভাবমূর্তি আরও বাড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।