Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতার রাশেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৮, ৩:৩৮ পিএম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে ছাত্রলীগের এক নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, শাহবাগ থানায় দায়ের মামলায় মিরপুর ১৪ থেকে রাশেদকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে রাশেদের বোন রুপা বেগম জানান, রোববার রাজধানীর মিরপুর ১৪ এলাকার বাসা থেকে রাশেদ ও তার দুই সহযোগী মাহফুজ খান ও সুমন কবীরকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’

এর আগে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, রাশেদ খানের নামে আল-নাহিয়ান খান জয় নামে ঢাবি জহুরুল হল শাখা ছাত্রলীগের একা নেতা সকালে শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা (মামলা নং-১) করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার

২৭ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ