গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা নিয়ে কথা বলেছেন উপাচার্য ড. আখতারুজ্জামান। তিনি বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনও রকম শৃঙ্খলা পরিপন্থী পরিস্থিতি তৈরির অপপ্রয়াস সহ্য করবো না। আমি এই বিষয়গুলো জানবো। জানার পরে দেখবো। আমাদের প্রক্টর এবং প্রক্টরিয়াল টিম বিষয়গুলো দেখবে। বিশ্ববিদ্যালয় প্রক্টরকে একটি প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
রবিবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কোটা প্রসঙ্গে অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী কোটা নিয়ে সুস্পষ্টভাবে অনেকগুলো কথা বলেছেন। আশা করি সে বিষয়ে কোনও বিভ্রান্তি থাকবে না। আমাদের মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে কোনও রকম অস্থিতিশীল পরিবেশের প্রথম এবং প্রধান শিকার হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার পরিবার। এজন্য শিক্ষার্থী এবং তাদের পরিবারকে আহ্বান জানাবো, যেকোনও অপ্রীতিকর পরিবেশের সঙ্গে যেন কেউ যুক্ত না হয়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।