Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ জয়া আহসানের জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৮, ১২:১১ এএম

 প্রথম বাংলাদেশী ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পাওয়া অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানের আজ জন্মদিন। জন্মদিনটি তিনি ঘরোয়া পরিবেশেই উদযাপন করবেন। এছাড়া তার সহকর্মীদের নিয়ে সময় কাটাবেন। জন্মদিনে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আরো ভালো ভালো চলচ্চিত্র দর্শককে উপহার দিতে পারেন। উল্লেখ্য, গত সপ্তাহে কলকাতার নন্দনে চারদিন’ব্যাপী অনুষ্ঠিত হওয়া ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’এ প্রদর্শিত হয়েছে জয়া অভিনীত আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ চলচ্চিত্রটি। চলচ্চিত্র প্রদর্শনের সময় উপস্থিত দর্শক তার অভিনয়ের প্রশংসা করেছেন। একের পর এক দেশে এবং দেশের বাইরের স্বীকৃতি পাওয়া প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘যেকোন স্বীকৃতিই একজন শিল্পীর জন্য অনেক সম্মানের, ভালোলাগার। দেশ আমাকে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করেছে। কিন্তু দেশের বাইরে কলকাতার চলচ্চিত্রে অভিনয়ের জন্য ‘জি-সিনে অ্যাওয়ার্ডস’-এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার হিসেবে একজন বাংলাদেশী অভিনেত্রী হিসেবে আমি প্রথম পেলাম। এই সম্মাননা আমাকে গর্বিত করেছে।’ বাংলাদেশে তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’ চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে ছিলেন ফেরদৌস। জয়া আহসান এরইমধ্যে প্রায় শেষ করেছেন বাংলাদেশের চলচ্চিত্র নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুটি’, ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’। জয়া আহসান প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য। তার অভিনীত ও প্রযোজিত এবং অনম বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র ‘দেবী’ সেপ্টেম্বরে মুক্তি দেয়ার পরিকল্পনা চলছে। বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে জয়া আহসানকে জন্মদিনের শুভেচ্ছ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মদিন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ