Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ আসছেন দুই প্রধান : অংশগ্রহণমূলক অবাদ নির্বাচনে আশাবাদী -মার্ক ফিল্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০১ এএম

স্টাফ রিপোর্টার : বৃটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এশিয়া ও প্রশান্ত অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের জন্য আগাম শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে আজ শনিবার জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ঢাকা আসছেন।
গতকাল শুক্রবার সকালে ঢাকা পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এসময় তিনি বলেন, লন্ডনে তিনি বিএনপির প্রতিনিধিদের সাথে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে আলোচনার চেষ্টা করেছেন। বাংলাদেশের স্বার্থেই প্রয়োজন সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন। বাংলাদেশের নির্বাচনী আইনের অধীনে থাকা দলগুলোর স্বার্থেও তা হওয়া উচিত। পাশাপাশি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল দলের অংশগ্রহণের ব্যাপারেও তিনি এসময় আশাবাদ প্রকাশ করেন। গতকাল ১০টা ৩৫মিনিটে ঢাকা টেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এশিয়া ও প্রশান্ত অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি পৌঁছেছেন।
বৃটিশ মন্ত্রীর সফরটি ৩ দিনের হলেও মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত লি’র সফরটি হবে ১০ দিনের। তারা উভয়ে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের নেতৃবৃন্ধ ও সরকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে নিযুক্ত আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে তাদের মতবিনিময় হবে। বৃটিশ মন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সেখানে বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও তাদের কথা হবে।
আজ (৩০শে) জুন রাতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ঢাকা আসছেন। রাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে তাদের সফরে আলোচনা হওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়া

১৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ