Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইইউ

সিরিয়া থেকে সহস্রাধিক রুশ সেনা প্রত্যাহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০২ এএম

ইউক্রেনে সংঘাত প্রশ্নে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো ছয় মাস বাড়ানোর ব্যাপারে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ সম্মত হয়েছেন। ইইউ’র এক কর্মকর্তা একথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের ২৮ নেতার বৈঠকে এই ইস্যুতে ‘খুব সংক্ষিপ্ত আলোচনা’ করা হয়। এ সংক্রান্ত আলোচনায় নেতৃবৃন্দ রাশিয়ার বিরুদ্ধে আরো ছয় মাস নিষেধাজ্ঞা বাড়ানোর পক্ষে মতামত দেন। উল্লেখ্য, ইউক্রেন সংঘাতে রাশিয়া যুক্ত থাকায় ২০১৪ সালের জুলাইয়ে প্রথম মস্কোর বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অপর এক খবরে বলা হয়, সিরিয়া থেকে ১ হাজার ১৪০ জন রুশ সেনা এবং ২৭টি বিমান প্রত্যাহার করা হয়েছে। গত কয়েক দিনে এসব সেনা ও বিমান প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ইরানি গণমাধ্যম প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ক্রেমলিনের এক অনুষ্ঠানে দেয়া বক্তব্য পুতিন বলেন, আপনারা জানেন যে, আমি সিরিয়ার হামেইমিম বিমানঘাঁটি পরিদর্শনে যাওয়ার সময় থেকেই দেশটির ভূখÐ থেকে আমাদের সৈন্যদের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। এখনো এ কার্যক্রম অব্যাহত আছে। তিনি বলেন, গত কয়েক দিনে ১৩টি জঙ্গিবিমান, ১৪টি হেলিকপ্টার এবং ১ হাজার ১৪০ জন সেনা ফিরিয়ে আনা হয়েছে। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার হামেইমিম বিমানঘাঁটি সফর করেন পুতিন। প্রেসিডেন্ট পুতিন বলেন, সেনা প্রত্যাহার করে নেয়ার কাজ এখনো অব্যাহত রয়েছে। এএফপি, প্রেসটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ