Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইস ব্যাংকে ভারতীয়দের টাকা ৫০ ভাগ বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০২ এএম

ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রæতি দিয়েছিলেন কালো টাকা দেশে ফিরিয়ে আনবেন। সেই কালো টাকা দেশে ফেরা তো দূরের কথা, উল্টো সুইস ব্যাংকের রিপোর্ট বলছে, ভারতীয়দের টাকার অঙ্ক বিগত বছরে ৫০ শতাংশ বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে ১.০১ বিলিয়ন সুইস ফ্রাঁ হয়েছে। ভারতীয় মুদ্রায় ৭ হাজার কোটি টাকারও বেশি। তার আগের তিন বছরে যদিও সুইস ব্যাংকে ভারতীয়দের টাকা জমা করার পরিমাণ কমেছে। সুইস ন্যাশনাল ব্যাঙ্ক (এসএনবি) কর্তৃপক্ষের এই তথ্য বলছে, বিগত বছরে সুইস ব্যাংকের বিদেশি গ্রাহকে জমা করা মোট অর্থের পরিমাণ ৩ শতাংশ বেড়েছে। অঙ্কের হিসেবে তা ১.৪৬ ট্রিলিয়ন সুইস ফ্রাঁ। ভারতীয় মুদ্রায় ১০০ লাখ কোটি টাকারও বেশি। এসএএম।
৪৮ মাসে বিদেশ সফরে মোদির ব্যয় ৩৫৫ কোটি টাকা
ইনকিলাব ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার চার বছরে ৫২টি দেশে ৪১ বার সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য মোট খরচ হয়েছে প্রায় ৩৫৫ কোটি টাকা। ৪৮ মাসের প্রধানমন্ত্রিত্বে ১৬৫ দিন দেশের বাইরে ছিলেন তিনি। তথ্য অধিকার আইনে (আরটিআই) দেশটির সমাজকর্মী ভীমাপ্পা গাড়াড় প্রধানমন্ত্রীর দফতরে মোদির বিদেশ সফরের যাবতীয় তথ্য চেয়ে আবেদন করেছিলেন। তার ওই আবেদনের পর বিস্তারিত তথ্য প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে দেখা যায়, চার বছরে ৫২টি দেশে ৪১ বার রাষ্ট্রীয় সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসব সফরের মধ্যে সবচেয়ে বেশি খরচ হয় মোদির ৯ দিনব্যাপি ফ্রান্স, জার্মানি এবং কানাডার ত্রিদেশীয় সফরে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ