পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ডেরা অঞ্চলের বেসামরিক অধিবাসীদের ওপর সরকারি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিনই সেখানে কয়েক ডজন মানুষ নিহত হচ্ছেন। একটি পর্যবেক্ষণকারী সংস্থা বলেছে, বুধ ও বৃহস্পতিবারে ডেরায় ৪৬ জন নিহত হয়েছেন। এদের সবাই বেসামরিক নাগরিক। পাশাপাশি শহর ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। খবরে বলা হয়, ডেরায় দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। এতে গত দু’দিনে সেখানে ৪৬ জন নিহত হয়েছেন। এমনকি ভূ-গর্ভস্থ আশ্রয় কেন্দ্রে অবস্থান করেও প্রাণ বাঁচাতে পারছেন না সেখানকার অধিবাসীরা। বৃহস্পতিবার আল মুসাইফ্রাহ শহরের একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালায় সরকারি বাহিনী। এতে সেখানে আশ্রয় গ্রহণকারী ১৭ ব্যক্তি নিহত হন। এদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আল-মুসাইফ্রাহ শহরে অন্তত ৩৫ দফা হামলা চালানো হয়েছে। বিমান থেকে সেখানে ব্যারেল বোমা নিক্ষেপ করছে সরকারি বাহিনী ও এর মিত্ররা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।