Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বাধিক উইকেটের টার্গেট তাইজুলের

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আইকন ক্যাটাগরিতে ৭ ক্রিকেটারের মধ্যে ক্লাবগুলোর প্রথম টার্গেটে যে থাকবেন তিনি, নিজের কাছেই তা বিশ্বাস হচ্ছে না মাহামুদুল্লাহর। টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে হেরে দর্শক, সমর্থকদের কাছে খলনায়ক মাহামুদুল্লাহর ওপর যে কোন ক্ষোভ নেই ক্লাবসমূহের, এটাও জেনে গেছেন প্লেয়ার্স ড্রাফটে তার কদর দেখে। আইকন ক্যাটাগরির লটারিতে জিতে প্রথম কলে মাহামুদুল্লাহকে নিতে পেরে সে কি উচ্ছ¡াস শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এতোটা কিন্তু প্রত্যাশা করেননি মাহামুদুল্লাহÑ ‘প্রথম কলে আমাকে নিয়েছে, এতোটা কিন্তু ভাবতে পারিনি। তাই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ধন্যবাদ।’ টি-২০’র মাহামুদুল্লাহর সঙ্গে ওয়ানডের মাহামুদুল্লাহর পার্থক্যটা বেশ। ৫০ ওভারের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটেও দারুণ কার্যকর। তার চেষ্টাটা কিন্তু নিজ থেকেই করছেন মাহামুদুল্লাহ। শরীর ফিট রাখতে কঠোর অনুশীলনকে ব্রত হিসেবে নিয়েছেন তিনিÑ ‘হার্ড ওয়ার্ক, চেষ্টা করি আরো বেশি পরিশ্রম করতে, যতোদিন খেলি নিজেকে আরো বেশি ফিট রাখার চেষ্টা করবো। বেশি বেশি করে পরিশ্রম করার চেষ্টা করবো।’
প্রিমিয়ার ডিভিশনের সর্বশেষ আসরে তার নেতৃত্বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব হয়েছে চ্যাম্পিয়ন। বিপিএল ‘থ্রি’তে তার নেতৃত্বে বরিশাল বুলস হয়েছে রানার্স আপ। তবে প্লেয়ার্স বাই চয়েজে এবার যে দলটিতে ঠিকানা হয়েছে, সেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বড় তারকা একাই তিনি। একঝাঁক তরুণ ক্রিকেটারের সঙ্গে চার সিনিয়র মার্শাল আউয়ুব, সোহাগ গাজী, আরাফাত সানি, শফিউল ইসলাম। তবে এই দলটিকে নিয়েই নিতে চান চ্যালেঞ্জ মাহামুদুল্লাহÑ দলটি তরুণ। এটা আমার জন্য চ্যালেঞ্জের এবং আমাদের ক্লাবের জন্যও। তরুণদের নিয়ে খেলতে ভালো লাগে আমার। কারণ, তারা চ্যালেঞ্জ নিতেও পছন্দ করে। এখন মাঠে কতোটা প্রয়োগ করতে পারি, সেটাই অপেক্ষার বিষয়।’
ভ্যাপসা গরমের মধ্যে খেলতে হবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। এমন আবহাওয়াকে খুব একটা প্রতিবন্ধক মনে করছেন না মাহামুদুল্লাহÑ ‘গরমে খেলতে ভালোই লাগে। গত দু’সপ্তাহ ক্রিকেটের বাইরে ছিলাম। এখন মাঠে এসে খুব ভালো লাগছে। অনুশীলন শুরু করেছি। সবাই মুখিয়ে আছি খেলার জন্য।’
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে পারফর্ম করেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। তবে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকে হ্যাটট্রিক করেও তাইজুলের গায়ে শুধুই টেস্ট বোলারের স্টিকারটা লেগে গেছে। প্রিমিয়ার ডিভিশনে নিজেকে চিনিয়ে এই স্টিকারটা খুলে ফেলতে চান তাইজুল ইসলাম। টার্গেট তার প্রিমিয়ার ডিভিশনের আসন্ন আসরে সর্বাধিক উইকেটÑ ‘অবশ্যই নিজের টার্গেট থাকে। চেষ্টা করবো আমি যেন সর্বোচ্চ উইকেট শিকারি হই।’ প্রচলিত উইকেটের আইডিয়া থেকে বেরিয়ে এসেছে বিসিবির গ্রাউন্ডস কমিটি। আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উইকেট হবে স্পোর্টিং, তা জানিয়ে দিয়েছে এই কমিটি। এমন উইকেটই প্রত্যাশা করছেন তাইজুল নিজেওÑ ‘যদি স্পোর্টিং উইকেট বানায় তাহলে বোঝা যাবে কার কতখানি কোয়ালিটি। কার কতখানি মেধা এটা আসলে বের হয়ে আসবে। এটাকে ভাল মনে হচ্ছে।’
এক সময়ে জাতীয় দলের বোলিং ছিল স্পিননির্ভর। এখন সে জায়গাটা পেসারদের। চার পেসার নিয়ে একাদশ সাজানোতেও পিছপা হচ্ছে না বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। ধীরে ধীরে স্পিনারদের কদর যাচ্ছে কমে, তাতেও শংকার কিছুই দেখছেন না তাইজুলÑ ‘আরাফাত সানি ভাই চলে আসছেন ওই সময়টায় হয়তো একটা ল্যাকিংস ছিলো। তো তারপর আমার ইনজুরি ছিলো। হয়তোবা এই কারণে যেতে পারিনি আমি। পেস বোলার অনেক বেশি হয়েছে। এর মধ্যে যদি একজন স্পিনারকে নিতে হয় তাহলে তেমন মানসম্পন্ন স্পিনার হতে হবে। যেহেতু এখন পেস বোলাররা অনেক ভালো করছে। আর উইকেটগুলোও ওই রকম ছিল।’
গতবার যে দলে খেলেছেন, সেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব হয়েছে চ্যাম্পিয়ন। এবার যে দলে ঠাঁই হয়েছে তার, সেই লিজেন্ডস অব রূপগঞ্জ দল গড়েছে শিরোপার লক্ষ্যেই। পুরোনো টীমমেট সৌম্য ছাড়াও দলটিতে আছেন টপ অর্ডার মিঠুন, জহুরুল ইসলাম অমি, মিজানুর,রাতুল। স্পিন পার্টনার হিসেবে পাচ্ছেন তাইজুল সিনিয়র বাঁ-হাতি মোশাররফ রুবেলকে। বিগ বাজেটের এমন দলকে ভারসাম্যপূর্ণ মনে করছেন তাইজুলÑ ‘এবার সবগুলো দলই ভালো হয়েছে। আমাদের দলটাও ভালো, ভারসাম্যপূর্ণ। আশা করি ভালো ফল হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সর্বাধিক উইকেটের টার্গেট তাইজুলের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ