রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচ দিন নিখোঁজের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জে কাঠমিস্ত্রি রুহুনি চন্দ্র শীল (৭০) এর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বেড়েরদন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও নিহত’র পরিবার সূত্রে জানা যায়, গত রোববার থেকে কাঠমিস্ত্রি রুহুনি চন্দ্র শীল নিখোঁজ হন এবং গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে বেড়েরধন নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মির্জাগঞ্জ থানার ওসি মো. মাছুমুর রহমান বিশ্বাস জানান, গত ৩ বছর আগে রুহুনি শীল স্টক করেন। সেই থেকে তিনি মানসিক ভারসাম্যহীন ছিল এবং প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যেত। রোববার নিখোঁজ হওয়ার পর গতকাল তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।