Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্বল হৃৎপিন্ড ক্রিকেট ছাড়লেন টেইলর

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : হৃৎপিন্ডে গুরুতর সমস্যার কারণে অল্প বয়সে ক্রিকেট ছাড়তে বাধ্য হলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জেমস টেইলর। অসুস্থতার কারণে গত সপ্তাহে ক্যামব্রিজ এমসিসিইউয়ের বিপক্ষে ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হয় নটিংহ্যামশায়ারে ব্যাটসম্যান টেইলরকে। ওই সময় তার অসুস্থতাটা ভাইরাসজনিত সমস্যা বলেই ধারণা করা হয়েছিল। তবে সোমবার বিশেষজ্ঞদের স্ক্যান রিপোর্টে টেইলরের হৃৎপিÐে ‘এআরভিসি’ রোগ ধরা পড়ে। অসুস্থতার বিষয়ে জানার পর টেইলর টুইট করেন, ‘নিশ্চিতভাবেই এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ। আমার দুনিয়াটাই যেন উল্টে গেছে। কিন্তু আমি আছি এবং লড়াই চালিয়ে যাব।’
২৬ বছর বয়সী এই ক্রিকেটারের রোগ ফুটবলার ফাব্রিস মুয়াম্বার মতো, যিনি ২০১২ সালের মার্চে এফএ কাপে বোল্টন ওয়ান্ডারার্স ও টটেনহ্যাম হটস্পারের মধ্যকার ম্যাচে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। এরপর থেকে আর কোনো ম্যাচ খেলেননি কঙ্গোর এই ফুটবলার। ২০১১ সালের অগাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হওয়া টেইলর পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলেন। তবে জাতীয় দলে থিতু হতে কয়েক বছর লেগে যায় তার। এ পর্যন্ত ২৭টি ওয়ানডে ও ৭টি টেস্ট খেলেছেন তিনি। টেইলরের এই অসুস্থতা এবং ক্রিকেট থেকে তার ছিটকে পড়াটা একটা ‘ধাক্কা’ ও ‘দু:খজনক’ বলে উল্লেখ করেছেন ইংলিশ দলের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। এক বিজ্ঞপ্তিতে কঠিন এ সময়ে এই ক্রিকেটারের পাশে থাকার কথাও জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্বল হৃৎপিন্ড ক্রিকেট ছাড়লেন টেইলর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ