রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ জিহাদী বই, ৬টি ককটেল ও গ্রেনেড তৈরীর সরঞ্জামাদিসহ নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির ৪ নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার ভোররাতে সিরাজগঞ্জ শহরের মাসুমপুর উত্তরপাড়া মহল্লার হুকুম আলীর বাড়িতে অভিযান চালিয়ে জেহাদী বইসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমান ওরফে মাহবুবের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মো. খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (১৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের মনিরুল ইসলাম সরদার ওরফে মামুনের স্ত্রী রুনা বেগম (১৯) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের রফিকুল সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)। সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, মাছুমপুর মহল্লার হুকুম আলীর ভাড়া বাড়ীতে জেএমবি সদস্যরা নাশকতামূলক কর্মকা-ের উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া তিনটার দিকে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ীর গেইট খুলতে দেরি হলে দরজা ভেঙ্গে বাড়ীর ভেতরে ঢুকে লাইট বন্ধ করে অন্ধকারে বৈঠকরত অবস্থায় তাদের দেখা যায়। এ অবস্থায় ওই চার নারী জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় ঘরের ভেতরে তল্লাশী চালিয়ে একটি ট্র্যাংকের ভেতর থেকে ৬টি তাজা ককটেল, গ্রেনেড তৈরীর বিভিন্ন উপকরণ, ১০টি ছোট সার্কিট বোর্ড, লোহার তৈরী গ্রেনেডের টি বডি, ৭৮ পৃষ্ঠার ৯টি জিহাদী বই উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।