প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ বিকাল ৪টায় কণ্ঠ্যঃ বুয়েটের ২০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ মঞ্চায়ন করবে তাদের মৌলিক পরিবেশনা নৃত্যাবৃত্তি ‘জাগো বাঙালি জাগো’। নৃত্যাবৃত্তিটি গ্রন্থনা করেছেন তাসনিম সরকার তনিমা ও তাসনিম হালিম মিম। নির্দেশনা দিয়েছেন মেহেরুন নাহার মেঘলা। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক স¤পাদক রাগীব রহমান বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলায় সা¤প্রতিক সময়ে চলমান সা¤প্রদায়িক বিদ্বেষ, হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, ধনী-দরিদ্রের বৈষম্যসহ নানা অসঙ্গতির সমালোচনা করে এসব অনিয়মের বিরুদ্ধে বাঙালি জাতির জেগে ওঠার উদাত্ত আহŸান জানানো হয়েছে প্রযোজনাটিতে। এর আগেও সংগঠনটি ‘হৃদয়ে বাংলাদেশ, অস্তিত্বে মোর বাংলাদেশ, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, অনন্ত প্রেম, বারো মাসে তেরো পার্বণ, নানা রঙয়ের বাংলাদেশ, হৃদয়ে রবীন্দ্রনাথ, চেনা অচেনায় নজরুল ইত্যাদি প্রশংসিত ও দর্শকনন্দিত প্রযোজনা মঞ্চস্থ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত ও সমাদৃত হয়েছে। উল্লেখ্য, কণ্ঠ্যঃবুয়েটের দুই দশক পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও অংশগ্রহণ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস প্রমুখ বিশ্ববিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।