Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬ দফায় আন্দোলনে অনড় বুয়েটের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ১২:০৫ এএম

আবাসিক হলের অবকাঠামো উন্নয়ন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধিসহ ১৬ দফা দাবিতে আন্দোলােন অনড় রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মত রোববার সকাল থেকে দুুপুর ১টা পর্যন্ত তারা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রাখে। এর আগে শিক্ষার্থীরা শনিবার বিশ^বিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন। দাবি আদায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে ভিসিকে তিন দিনের আল্টিমেটামও দেয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৬ দফা দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রেখেছি। আমরা সকাল ১০টায় শহীদ মিনারে অবস্থান করি। পরে আমাদের একটি প্রতিনিধিদল ভিসির সংগে সাক্ষাৎ করতে যায়। কিন্তু ভিসি আসেননি।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- বুয়েট গেটের জন্য সিভিল-আর্কিটেকচার ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ স্যারদের নিয়ে কমিটি গঠন করা ও ডিজাইনের জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা আয়োজন করার অফিসিয়াল নোটিশ দেওয়া; বিতর্কিত নতুন ডিএসডাব্লিউ (ছাত্রকল্যাণ পরিচালক) কে অপসারণ করে ছাত্রবান্ধব ডিএসডাব্লিউ নিয়োগ প্রদান; ছাত্রী হলের নাম ‘সাবেকুন নাহার সনি হল’ হিসেবে নামকরণ করা; ১০৮ ক্রেডিট অর্জনের পর ডাবল সাপ্লি দেওয়ার যে পদ্ধতি গত টার্মে চালু হয়েছিল তা পুনর্বহাল রাখা; আবাসিক হলগুলোর অবকাঠামোগত যেসব কাজ ভিসি স্যারের র্অফিসে আটকে আছে সেটা ক্লিয়ার করা; সিয়াম-সাইফ সুইমিংপুল কমপ্লেক্স স্থাপনের জন্য ভিসি স্যারের সিগনেচারে নোটিশ দেওয়া; নির্মাণাধীন টিএসসি ভবন ও নেম ভবনের কাজ শুরু করা; নিয়মিত শিক্ষক মূল্যায়ন প্রোগ্রাম চালু করা; বুয়েটের যাবতীয় লেনদেনের ডিজিটালাইজেশান প্রক্রিয়ার অফিয়াল উদ্যোগ নেওয়া; নির্বিচারে ক্যাম্পাসের গাছ কাটা বন্ধ করা; গবেষণায় বরাদ্দ বাড়ানো; প্রাতিষ্ঠানিক মেইল আইডি দেওয়া; বুয়েট ওয়াইফাই আধুনিকায়ন করা; ব্যায়ামাগার আধুনিকায়ন করা; বুয়েট মাঠের উন্নয়ন করা এবং পরীক্ষার খাতায় রোলের পরিবর্তে কোড সিস্টেম চালু করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুয়েটের শিক্ষার্থীরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ