Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে নতুন সেনা প্রধানের শ্রদ্ধা

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ১২:৫৭ পিএম

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আজ বুধবার সকাল সোয়া ১০টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল নতুন সেনা প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলের সুর বেজে ওঠে।
এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের পরিদর্শন বইতে মন্তব্য লেখেন নতুন সেনা প্রধান।
এ সময় তার সঙ্গে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী, এসবিপি, ওএসপি, পিএ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিপি, এসপিপি, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সকাল ১০টায় হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়া আসেন। সেখান থেকে সড়ক পথে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে আসেন। বেলা ১১টায় তিনি হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়া ত্যাগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনা প্রধান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ