পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিংহ মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার দেশব্যাপী তোলপাড় করা ঘটনা পর্যবেক্ষণে বুধবার দুপুরে বিশেষ হেলিকপ্টারে কক্সবাজার আসেন সেনা প্রধান আজিজ আহমদ ও আইজিপি বেনজির আহমদ।
দুপুর ১ টায় কক্সবাজার পৌছেই ২ বাহিনী প্রধান স্ব স্ব বাহিনীসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠকে মিলিত হন।
এর পর বিকেলে কক্সবাজার সৈকতের জলতরঙ্গ রির্সোটে মিডিয়া কর্মীদের সংকিপ্ত যৌথ প্রেসব্রিপিং এ বক্তব্য রাখেন সেনা প্রধান আজিজ আহমদ ও আইজিপি বেনজির আহমদ।
এসময় দুই বানিহী প্রধান বলেন, টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিংহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা হলেও দুঃখজনক।
তবে এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ দুই রাষ্ট্রীয় বাহিনীর মধ্যকার সম্পর্ক নষ্ট হবে না। এছাড়া এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।
এই ঘটনায় দোষী ব্যক্তিদের কোন দায় কোন বাহিনী নেবে না। এছাড়াও মাদকবিরোধী, সন্ত্রাসবিরোধী অভিযান সহ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম স্বাভাবিক এবং চলমান থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।