পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা জেলার হজযাত্রী ও গাইডদের হজ বিষয়ক প্রশিক্ষণ আজ বুধবার থেকে শুরু হচ্ছে। আশকোণাস্থ হাজী ক্যাম্প ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মেলন কেন্দ্রে আগামী ৮ জুলাই পর্যন্ত হজ প্রশিক্ষণ চলবে। হাজী ক্যাম্পে সরকারী ব্যবস্থাপনার হজযাত্রী প্রশিক্ষণ হবে। বায়তুল মোকাররম সম্মেলন কেন্দ্রে বেসরকারী হজ এজেন্সি সমূহের হজযাত্রীদের হজ প্রশিক্ষণ দেয়া হবে। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এতথ্য জানিয়েছেন।
আজ বুধবার উদ্বোধনী দিনে আশকোনা হজ ক্যাম্পে সরকারি দেড়হাজার হজযাত্রী প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। পরবর্তী দিন থেকে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু হবে। আশকোনা হজ ক্যাম্পে প্রতিদিন ৫০০ জন করে ৩টি ব্যাচ ও বায়তুল মোকাররমে ২টি ব্যাচে ১ হাজার হজযাত্রীকে প্রশিক্ষণ দেয়া হবে। এ প্রশিক্ষণে মোট ২৮ হাজার হজযাত্রী ও গাইডকে প্রশিক্ষণ দেয়া হবে। তিনি জানান, কোন তারিখে কোন এজেন্সির কত সংখ্যক হজযাত্রী প্রশিক্ষণ গ্রহণ করবেন তা ধর্ম মন্ত্রণালয় থেকে মুঠোফোনে ক্ষুদে বার্তায় প্রত্যেকে হজযাত্রীকে জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।