বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফারজানা ইসলামের সভাপতিত্বে ৩৭তম বার্ষিক সিনেট অধিবেশন আগামীকাল বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হবে। এই সিনেট সভা থেকে কোষাধ্যক্ষ প্রফেসর শেখ মো. মনজুরুল হক ২০১৭-২০১৮ অর্থ বছরের সংশোধিত ও ২০১৮-২০১৯ অর্থ বছরের মূল বাজেট উপস্থাপন করবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে সিনেটররা আলোচনা করবেন। কিন্তু এই সিনেট অধিবেশন প্রতিহতের ঘোষণা দিয়েছেন ভিসি বিরোধী আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’। গতকাল মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের একটি কক্ষে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সংগঠনটির সভাপতি প্রফেসর অজিত কুমার মজুমদার।
এই সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এ্যাক্ট অনুযায়ী ২৮ তারিখের সিনেট থেকে ৩ জন সিন্ডিকেট সদস্য ও অর্থকমিটি থেকে ১জন সিন্ডিকেট সদস্য নির্বাচিত করার জন্য আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত করার দাবি আমরা জানিয়েছিলাম। নিয়ম অনুযায়ী আমরা ১৫দিন আগে আবেদনও করেছিলাম। কিন্তু ভিসি আমাদের আবেদন তোয়াক্কা না করে আমাদের দাবি আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত করেননি। তাই এভাবে আগামী ২৮জুন সিনেট অধিবেশন হতে পারেনা।
এই সময় সংগঠনটির সম্পাদক সহযোগী প্রফেসর ফরিদ আহমেদ বলেন, আমরা আগামী ২৮জুন সকাল ৮টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিব এবং ্আমাদের দাবি না মানলে সিনেট অধিবেশন প্রতিহত করা হবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে অধিবেশন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। অধিবেশন সফল করার জন্য ভিসি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।