মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে উত্তর কোরিয়াকে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। সিএনএনকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেছেন, অ-পারমাণবিকীকরণের ক্ষেত্রে পিয়ংইয়ংয়ের নেয়া পদক্ষেপগুলোর পর্যালোচনা হবে। সিঙ্গাপুরের শীর্ষ সম্মেলনের ধারাবাহিকতায় পারমাণবিক নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে অগ্রসর হবে বলেও আশা সাবেক এ সিআইএ প্রধানের। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা পারমাণবিক নিরস্ত্রীকরণে পিয়ংইয়ংকে সময়সীমা বেঁধে দেয়া হবে বলে জানিয়েছিলেন। পম্পেওর অবস্থানের সঙ্গে তার ওই বক্তব্যের সুস্পষ্ট পার্থক্য আছে বলে জানিয়েছে রয়টার্স। সম্মেলনে যে চুক্তি হয়েছে তার বাস্তবায়ন আমরা কিভাবে চাই সেটি যখন তাদের কাছে উপস্থাপন করা হবে, তখন তাদের কাছে সুনির্দিষ্ট কিছু চাওয়া হবে এবং অবশ্যই তার জন্য সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে,” বলেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।এ প্রসঙ্গে রোববার সিএনএনকে পম্পেও বলেন, পারমাণবিক কর্মসূচি বাতিলে উত্তর কোরিয়ার আগ্রহকে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করবে মার্কিন প্রশাসন; যদিও সুনির্দিষ্ট করে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হবে না। “কোনো সময়সীমা দিচ্ছি না আমি; হতে পারে এটি দুই মাস কি ছয় মাস। উভয় নেতা যা নির্ধারণ করেছেন তা অর্জনে দ্রæতগতিতে অগ্রসর হওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রæতিবদ্ধ,” সিঙ্গাপুরে ১২ জুন অনুষ্ঠিত ঐতিহাসিক ট্রাম্প-কিম সম্মেলনকে ইঙ্গিত করে পম্পেও এমনটাই বলেন।ওই শীর্ষ সম্মেলনের পরপরই মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন, ট্রাম্পের এই মেয়াদের মধ্যেই উত্তর কোরিয়া ‘বড় ধরনের নিরস্ত্রীকরণ’ করবে বলে আশা ওয়াশিংটনের। ট্রাম্প-কিম দুজনই কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্র মুক্ত করার ব্যাপারে প্রতিশ্রæতি দিলেও পিয়ংইয়ং কীভাবে ও কত সময়ের মধ্যে তার পরমাণু কর্মসূচি বাতিল করবে যৌথ ঘোষণায় তার উল্লেখ নেই বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।