Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইউরোপে কর নিয়ে কড়াকড়ি

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পানামা পেপারস নিয়ে কেলেঙ্কারির বদৌলতেই বোধহয় এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শুরু করেছে কর প্রদান করা নিয়ে বেশ কড়াকড়ি। বড় বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের ট্যাক্স ঠিকমত দিচ্ছে কিনা, সে বিষয়ে নজরদারি আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইইউ এর কর্তাব্যক্তিরা। এ বিষয়ে বানানো হচ্ছে নতুন কিছু নিয়ম, আর সেগুলো খুব তাড়াতাড়িই সবার সামনে তুলে ধরবেন ব্রিটেনের ইইউ এর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিশনার লর্ড হিল। ধারণা করা হচ্ছে, নতুন এ আইনের খপ্পরে পড়ে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বিক্রিতে প্রভাব পড়বে ৭৫০ মিলিয়ন ইউরোরও বেশি। নতুন এ আইনের অন্যতম দৃষ্টান্তমূলক বিষয়টি হল, এর আওতায় প্রতিষ্ঠানগুলো ঠিক কতটুকু কর দিচ্ছে এবং তা ইইউ ভুক্ত কোন দেশে, সেটা একেবারে ঠিকঠাক জানাতে হবে। লর্ড হিল জানান, এ পদক্ষেপ খুবই চিন্তাভাবনা করে নেওয়া হচ্ছে, যাতে করের ব্যাপারে স্বচ্ছতা আরও বাড়ে। তিনি আরও জানান, পানামা পেপারস এর সাথে তাদের এ পদক্ষেপের সরাসরি কোনো যোগসূত্র না থাকলেও করের ব্যাপারে তা বাড়ানো নিয়ে তারা যে কাজ করছেন, তারই স্বচ্ছ ধারাবাহিকতা এই নতুন প্রস্তাব। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপে কর নিয়ে কড়াকড়ি

১৩ এপ্রিল, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ