Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোমালিয়ায় কার বোমা বিস্ফোরণে নিহত ৫

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি কারে বোমা বিস্ফোরণে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। তবে প্রাথমিকভাবে বোমা বিস্ফোরণের সুর্নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। গত সোমবার (১১ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়। দেশটির স্থানীয় সরকারের মুখপাত্র আবদিফাত্তাহ ওমর হ্যালেনে জানান, শহরের স্থানীয় সরকারের হেডকোয়ার্টারের সামনে পার্কিং থাকা অবস্থায় কারটিতে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে দুইজন স্কুল শিক্ষার্থী রয়েছে। তাৎক্ষণিকভাবে এই হামলার কেউ দায় শিকার করেনি। তবে জঙ্গি সংগঠন আল-কায়দা ও আল শাহাব এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এর আগে তারা বহুবার এমন হামলার ঘটনা ঘটিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোমালিয়ায় কার বোমা বিস্ফোরণে নিহত ৫
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ